Image description

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে ব্যর্থ হয়েছেন বাংলাদেশের দুই ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়।  তবে ধাক্কা সামাল দিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। তাদের অর্ধশত রানের জুটিতে লাঞ্চে স্বস্তিতে গেছে বাংলাদেশ।

রোববার টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক শান্ত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টেস্টে না থাকা শান্ত ও মুশফিকুর রহিম এবার দলে ফিরেছেন। দলে ফিরেছেন সাদমান ইসলামও, খেলছেন জাকির হাসানের পরিবর্তে।

শুরুর দিকে জিম্বাবুয়ের পেসারদের তেমন কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়নি সাদমান-জয় জুটিকে। প্রথম ৮ ওভারে আসে ২৪ রান। কিন্তু নবম ওভারে আক্রমণে এসে ভিক্টর নিয়াউচি এক ওভারের ব্যবধানে ফিরিয়ে দেন দুই ওপেনারকেই। সাদমান ২৩ বলে ১২ ও জয় ৩১ বলে ১৪ রান করে ফিরে যান।

এরপর ক্রিজে আসেন শান্ত ও মুমিনুল। শুরুটা ধীর গতির হলেও ধীরে ধীরে নিজেদের মানিয়ে নেন এই দুই বাঁহাতি। যদিও একবার জীবন পেয়েছেন মুমিনুল, তবে সেই সুযোগ কাজে লাগাতে মরিয়া ছিলেন তিনি। একাধিক বাউন্ডারিতে রানের চাকা সচল রাখেন তারা।

মধ্যাহ্ন বিরতির সময় বাংলাদেশ ২ উইকেটে ৮৪ রান সংগ্রহ করেছে। শান্ত ৩০ এবং মুমিনুল ২১ রানে অপরাজিত রয়েছেন। তাদের জুটিতে এসেছে ৫২ রান।