Image description

অ্যাথলেটিক্সে এশিয়া শ্রেষ্ঠত্বের মুকুট পরলেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। শনিবার কাজাখস্তানের আস্তানায় এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৬০ মিটার স্প্রিন্টে স্বর্ণপদক জিতেছেন এই বাংলাদেশি স্প্রিন্টার। এর মধ্য দিয়ে এশিয়ার মঞ্চে এই প্রথমবারের মতো বাংলাদেশের কোনো অ্যাথলেট কৃতিত্ব দেখাল স্বর্ণ জয়ের। ইতিহাস গড়ার পথে মাত্র ৬.৫৯ সেকেন্ড সময় নেন ইমরান।  
 
স্বর্ণ জয়ের পাশাপাশি নিজের সেরা টাইমিংও করেছেন ইমরান। তার পেছনে থেকে রুপা জিতেছেন হংকংয়ের সাক কাম চিং। সময় নেন ৬.৬৫ সে.। একই দেশের লি হং কিট পেয়েছেন ব্রোঞ্জ। তার টাইমিং ৬.৭৭ সে.। 
 
বড় কিছু করতে যাচ্ছেন সেমিফাইনালেই এর আভাস দেন ২৯ বছর বয়সি ইমরান। ৬০ মিটারে ৬.৬১ সে. সময় নিয়ে হন দ্বিতীয়। সেকেন্ডের ভগ্নাংশে তাকে পেছনে ফেলে প্রথম স্থান পান কাতারের প্রতিযোগী। কিন্তু ফাইনালে আরও দুরন্ত হয়ে ওঠেন ইমরান। ছাড়িয়ে যান নিজের আগের রেকর্ডকেও। এই ইভেন্টে অবশ্য সুবিধা করতে পারেননি বাংলাদেশের দ্রুততম মানবী শিরিন আক্তার। হিটে আটজন প্রতিযোগীর মধ্যে সবার শেষে দৌড় শুরু করেন শিরিন। ৬০ মি. দূরত্ব অতিক্রম করতে ৭.৯৩ সে. সময় নেন তিনি।