Image description

অন্তর্বর্তী সরকারের 'আশীর্বাদপুষ্ট' ব্যক্তিরা বিভিন্ন উপায়ে আসন্ন নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও টিভি উপস্থাপক জিল্লুর রহমান। তিনি বলেছেন, সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এমন ব্যক্তিরা "প্রতিদিন সকালে-বিকালে নানা দাবি, নানা বক্তব্য দিয়ে পুরো পরিস্থিতিকে ঘোলাটে করতে চাইছেন" এবং একই সাথে নির্বাচনকে পিছিয়ে দিতে চাইছেন। নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওতে জিল্লুর রহমান এই মন্তব্য করেন।

জিল্লুর রহমান জোর দিয়ে বলেছেন, বাংলাদেশের সামনে বর্তমানে যে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এবং আন্তর্জাতিক সংকটগুলো রয়েছে, সেগুলো মোকাবিলায় একমাত্র পথ হলো নির্বাচন। তিনি নির্বাচন ছাড়া অন্য কোনো সমাধানে বিশ্বাস করেন না।

তিনি বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি বক্তব্যের প্রসঙ্গ টেনে বলেন, তারেক রহমান বলেছেন যে নির্বাচন পিছিয়ে দিতে বা দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে কিছু মহল সরকারের কাঁধে বন্দুক রেখে কাজ করছে। জিল্লুর রহমান এই বক্তব্যকে যথার্থ উল্লেখ করে আরও যোগ করেন, "শুধু কোনো কোনো মহল কাজ করছে, এটা একটু কম বলা হবে। সরকারও বা সরকারের একটা বড় অংশ এর সঙ্গে যুক্ত।" তিনি মনে করেন, এই ধরনের ঘটনা ঘটলে প্রধান উপদেষ্টা বা সরকারপ্রধান জড়িত থাকুন বা না থাকুন, তিনি এর দায় এড়াতে পারেন না।

ঐক্যমত কমিশনের কার্যক্রম প্রসঙ্গে জিল্লুর রহমান বলেন, "আমরা দেখছি ঐক্যমত কমিশন তার কাজ চালিয়ে যাচ্ছে।" তিনি গতকাল ঐক্যমত কমিশনের ভাইস চেয়ারম্যান প্রফেসর আলী রিয়াজের একটি বক্তব্য উল্লেখ করেন, যেখানে বলা হয়েছিল যে রাজনৈতিক দলগুলো সহযোগিতা করলে এই মাসের মধ্যেই ঐকমত্যে পৌঁছানো সম্ভব। তবে, জিল্লুর রহমান ঐকমত্য প্রতিষ্ঠা নিয়ে সংশয় প্রকাশ করেছেন এবং জুলাই সনদ নিয়েও খুব একটা আশাবাদী নন।