ক্ষমতায় এলে ১ কোটি ৪০ লাখ বেকারের কর্মসংস্থান করবে জামায়াত

জেলা জামায়াতের আমীর ও নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী যদি ক্ষমতায় আসে, তাহলে বাংলাদেশে প্রায় ১ কোটি ৪০ লাখ যুবক যারা বেকারত্বের অভিশাপে বেঁচে আছে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে জামায়াতে ইসলামী।
তিনি বলেন, অনেকে চারা রোপণ করে কাঁটাযুক্ত আঙুরের, কিন্তু ফল পারার সময় চায় মিষ্টি আঙুর—তা হতে পারে না। টক জাতীয় আম লাগিয়ে হাড়িভাঙা আম খাওয়ার আশা করলে হবে না। রোপণ করার সময় দেখতে হবে চারা কারা রোপণ করেছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় নীলফামারীর ডোমার উপজেলা পরিষদ মোড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ডোমার পৌর ৫ ও ৯ নং ওয়ার্ড শাখার আয়োজনে নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ২২% হতদরিদ্র ডোমার-ডিমলা মিলে প্রায় ৯৩ হাজার মানুষ দারিদ্র্যসীমার মধ্যে বসবাস করছে। রাষ্ট্র ৫টি বিষয়ে মৌলিক অধিকার দিয়েছে। ইসলামও এই ৫টি বিষয়ে অধিকার দিয়েছে—খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা এবং বাসস্থান। যে সরকারেই আসুক না কেন, তাকে অবশ্যই এই ৫টি বিষয়ে নিশ্চয়তা প্রদান করতে হবে। কিন্তু দুঃখজনক হলো, রাতারাতি শাসকগোষ্ঠী আঙুল ফুলে কলাগাছ হয়েছে, হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে। কেউ দশতলায় বাস করছে, আর আমার দেশের খেটে খাওয়া মানুষকে গাছতলায় বসবাস করতে হচ্ছে।
আব্দুস সাত্তার বলেন, আমি বলবো না যে আমাকে ভোট দিতে হবে। আপনারা গবেষণা করুন। বাজারে গিয়ে দ্রব্য কেনার সময় যেমন পরীক্ষা-নিরীক্ষা করেন, তেমনি ডোমার-ডিমলার মানুষও দুরবীক্ষণ ও অনুবীক্ষণ যন্ত্র দিয়ে প্রার্থীকে যাচাই করুন। প্রার্থীর দুর্নীতি যাচাই করুন। যদি আব্দুস সাত্তারের কোনো দুর্নীতি পাওয়া যায়, তবে আমাকে ভোট দেওয়ার দরকার নেই।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫ নং ওয়ার্ড ডোমার পৌর শাখার সভাপতি মো. মোসলেহুদ্দীন শাহ।
উপস্থিত ছিলেন, জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, জেলা জামায়াতের প্রচার সেক্রেটারি ছাদের হোসেন, ডিমলা উপজেলার আমীর মাওলানা মজিবুর রহমান, ডোমার উপজেলা শাখার আমীর মাওলানা আব্দুল হাকিম, পৌর শাখার আমীর মো. নুর কামালসহ অন্যান্য নেতৃবৃন্দ।
Comments