
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, "স্বৈরাচার শেখ হাসিনা চিরতরে বিএনপিকে ধ্বংস করতে চেয়েছিলেন।" বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে মৌলভীবাজার এম সাইফুর রহমান অডিটোরিয়ামে জেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. ইউনূসকে ধন্যবাদ জানিয়ে বিএনপির এই নেতা বলেন, বিচারপতি খায়রুল হক দেশের বিচার ব্যবস্থা ধ্বংস করেছেন এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে গণতন্ত্রকে হত্যা করেছেন। তাকে আটক করার জন্য সরকারকে ধন্যবাদ।
তিনি আরও বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার ইঙ্গিতে মিথ্যা মামলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেল খাটানো হয়েছে এবং অবশেষে তাকে গ্রেফতার করা হয়েছে। মিথ্যা মামলা দিয়ে বিএনপির নেতাকর্মীদের দিনের পর দিন, মাসের পর মাস জুলুম, নির্যাতন ও অত্যাচার করেছেন। সেই মামলায় আমি ও আমাদের নেতাকর্মীরা জেল খেটেছি।
জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপনের পরিচালনায় অনুষ্ঠিত এই সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ও সাবেক এমপি রশিদুজ্জামান মিল্লাত।
বিএনপি সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক জি কে গউছ সভায় বলেন, আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে মৌলভীবাজার জেলা বিএনপির সম্মেলন গোপন ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত হবে। তিনি সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
জেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন উপলক্ষে আয়োজিত এই সভায় আরও বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম টিম লিডার সৈয়দ আশরাফুল মজিদ খোকন এবং জেলা বিএনপির সাবেক সভাপতি এম নাসের রহমান।
অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল ওয়ালী সিদ্দিকী, মিজানুর রহমান মিজান, মো. ফখরুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন মাতুক, অ্যাডভোকেট আবেদ রাজা, বকশী মিসবাহ উর রহমান, সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক মারুফ আহমেদ, রাজনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম সেলুনসহ মৌলভীবাজার জেলার ৭ উপজেলা এবং ৫টি পৌরসভার বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Comments