Image description

এ মাসের মধ্যে 'জুলাই সনদ' ঘোষণা করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ইনকিলাব মঞ্চ। মঙ্গলবার (১লা জুলাই) জুলাই অভ্যুত্থান স্মরণে সংগঠনটির লাল মার্চ কর্মসূচির শুরুতে এই হুঁশিয়ারি দেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী।

শরীফ ওসমান হাদী বলেন, "কোনো রাজনৈতিক দলের কারণে জুলাই হয় নাই। জুলাইকে ইনটেরিমের (অন্তর্বর্তী সরকার) কাছে ছেড়ে দেওয়া হবে না। এই জুলাই দেশের মুক্তি এনে দিয়েছে। এই জুলাই ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছে। অথচ এখনও জুলাই সনদ ঘোষণা হয়নি। এই জুলাই মাসেই জুলাই সনদ দিতে হবে, না হলে কঠোর আন্দোলন করা হবে।"

এ সময় সংগঠনটির সদস্য ফাহিম আব্দুল্লাহ বলেন, "জুলাইকে কেন্দ্র করে সমস্ত সংগঠন প্রোগ্রামের ঘোষণা দিয়েছে ৩০ থেকে ৩৫ দিনের। কিন্তু জুলাই ঘোষণা হয় নাই, এটা নিয়ে কারও মাথা ব্যথা নাই।" তিনি জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজের বক্তব্য উল্লেখ করে বলেন, "এ মাসেও হবে কিনা সন্দেহ।"

পরে ইনকিলাব মঞ্চের লাল মার্চ শাহবাগ থেকে মৎস্যভবন, কাকরাইল হয়ে যমুনা অভিমুখে যায়।