Image description

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে তাঁর বাসভবন যমুনায় পৌঁছেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির চার শীর্ষ নেতা। শনিবার (২৪ মে) সন্ধ্যা সাড়ে ৭টার পর এই বৈঠক শুরু হয়।

বিএনপির পক্ষ থেকে বৈঠকে অংশ নিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, তাঁর নেতৃত্বে রয়েছেন ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সালাহউদ্দিন আহমেদ। প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন এবং চলমান রাজনৈতিক পরিস্থিতিতে এই বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।