
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভবনে ফের অবস্থান কর্মসূচি শুরু করেছেন শত শত কর্মচারী। আন্দোলনকারীরা বলছেন, ইশরাককে দায়িত্ব না দেওয়া পর্যন্ত তারা নগর ভবন থেকে সরবেন না। শনিবার (২৪ মে) সকাল থেকে তারা এই অবস্থান কর্মসূচি পালন করছেন।
কর্মসূচির সমন্বয়ক এবং সাবেক সচিব মশিউর রহমান বলেন, "ইশরাক হোসেনের পক্ষ থেকে ৪৮ ঘণ্টার জন্য আন্দোলন স্থগিত করা হলেও, ঢাকাবাসীর পক্ষ থেকে শুরু হওয়া কর্মসূচি কখনোই স্থগিত হয়নি। যতদিন তাকে দায়িত্ব দেওয়া না হচ্ছে, ততদিন এই কর্মসূচি চলবে।"
আন্দোলনকারীরা বলছেন, শপথ গ্রহণে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা। একজন সাবেক কর্মকর্তা মন্তব্য করেন, "আজই যদি উপদেষ্টা চান, কাল সকালেই শপথ হয়ে যেতে পারে।"
ইশরাক হোসেন নিজেও এক বক্তব্যে বলেছেন, "সরকারের পক্ষ থেকে আমাকে শপথ গ্রহণে বাধা দিতে অপচেষ্টা করা হয়েছিল, কিন্তু হাইকোর্টে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। আমরা আশা করি অন্তর্বর্তী সরকার এখন আর দেরি করবে না।"
এদিকে শহরের পরিচ্ছন্নতাকর্মীরাও ইশরাক হোসেনকে মেয়র হিসেবে পেয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।
এর আগে আদালতের রায়ে ২০২০ সালের সিটি নির্বাচনের ফলাফল বাতিল করে গত ২৭ মার্চ ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা হয়। এরপর ২৭ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে। তবে ১৪ মে সেই গেজেট ও রায়ের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেছিলেন এক বাসিন্দা। গত বৃহস্পতিবার আদালত সেই রিট খারিজ করে দেওয়ায় ইশরাক হোসেনের শপথ গ্রহণের আইনি বাধা আর নেই।
উল্লেখ্য গত ১৪ মে থেকে এই আন্দোলনের কারণে নগর ভবন কার্যত অচল হয়ে পড়েছে। জন্ম ও মৃত্যু নিবন্ধন, ট্রেড লাইসেন্স নবায়ন, নির্মাণ অনুমোদন সহ সব ধরনের নাগরিক সেবা বন্ধ রয়েছে। নগর ভবনের প্রধান ফটকে এখনও তালা ঝুলছে, ফলে কর্মকর্তা-কর্মচারীরা প্রবেশ করতে পারছেন না। এতে সেবাপ্রত্যাশীরা হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।
Comments