Image description

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব দ্রুত বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে ষষ্ঠ দিনের মতো বিক্ষোভ করছেন তাঁর সমর্থকেরা। আজ মঙ্গলবার সকাল থেকে এই বিক্ষোভ শুরু হয়। 

বিক্ষোভে নগর ভবনের কিছু কর্মীও অংশ নেওয়ায় সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিক্ষোভকারীদের অভিযোগ, আদালতের রায় সত্ত্বেও ইশরাককে শপথ নিতে দিচ্ছে না সরকার। তারা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করেন।

উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, বিষয়টি এখনও উচ্চ আদালতে বিচারাধীন এবং আইনি জটিলতা না কাটলে শপথের ব্যবস্থা সম্ভব নয়।

উল্লেখ্য, গত মার্চে আদালতের রায়ে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা করা হয়। তবে বর্তমান করপোরেশনের মেয়াদ শেষ হচ্ছে জুনের প্রথম সপ্তাহে।