
সাম্য হত্যার বিচার না হলে প্রয়োজনে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলন নামার হুঁশিয়ারি দিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য (২৫) হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে বিক্ষোভ মিছিল শেষে উপাচার্যের বাসভবনের সামনে সমাবেশে এ কথা বলেন তিনি।
সাম্য হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীরা। তবে মিছিলে কোনো ব্যানার ছিল না। টিএসসির সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য থেকে মিছিল শুরু করে ক্যাম্পাসের কলাভবন এলাকাসহ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভ মিছিলের পর সমাবেশে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘উপাচার্যের গতকালের (মঙ্গলবার) আচরণের নিন্দা জানাই। একাত্তরের পরাজিত শক্তির কোনো লজ্জা শরম নেই। এই হত্যা নিয়ে ওরা সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। সাম্য হত্যার বিচার না হলে প্রয়োজনে অন্তর্বর্তী সরকারে বিরুদ্ধে আন্দোলন নামব। উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ চাই।’
এ সময় কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাসির বলেন, ‘প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। প্রক্টর ও উপাচার্যের পদত্যাগ চাই। দায়িত্ব নেওয়ার পর থেকে এ প্রশাসন চরমভাবে ব্যর্থ হচ্ছে।’
দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান নেতা-কর্মীরা।
এর আগে গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শাহরিয়ার গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। শাহরিয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া থানা এলাকায়।
Comments