
যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিমানবন্দর থেকে সড়কপথে সরাসরি গুলশানের বাসভবন ফিরোজায় উঠবেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে তাঁর বাসভবন।
এদিকে, গুলশানে তার বাসভবন ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ফিরোজার নিরাপত্তায় রয়েছে সেনাবাহিনীসহ বিভিন্ন পর্যায়ের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ফিরোজার সামনের সড়কটি গাড়ি চলাচলে আটকে দেওয়া হয়েছে। শুধু হেঁটে চলাচল করতে, একটু শিথিল রাখা হয়েছে। কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এদিকে, বেগম খালেদা জিয়াকে বরণ করতে সকাল থেকেই গুলশানেও রয়েছে নেতাকর্মীদের ভিড়।
Comments