
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, নিজেরা বিভক্ত হলে জাতি হিসেবেও বিভক্তি আসবে। আজ মঙ্গলবার সকালে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।
প্রধান উপদেষ্টা এ সময় বলেন, পুরো জাতি একটা পরিবার। পরিবারের মধ্যে নানা রকমের মতপার্থক্য থাকবে। কিন্তু পরিবার একটা অটুট জিনিস, সেটাকে কেউ ভাঙতে পারে না।
ড. মুহাম্মদ ইউনূস আরও বলেন, যত ধর্মীয় পার্থক্য থাকুক কিন্তু রাষ্ট্রের কারও কোনো পার্থক্য থাকবে না। সবার সমান নাগরিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। নিজেরা বিভক্ত হলে জাতি হিসেবেও বিভক্তি আসবে।
এদিকে ঢাকেশ্বরী মন্দিরে এই সরকারের মেয়াদেই কমপ্লেক্স নির্মাণ শুরু হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
Comments