Image description

প্রাথমিক বিদ্যালয়ের ছুটি কমিয়ে আনা হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। রোববার সকালে সচিবালয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা জানান, বছরের ৩৬৫ দিনের মধ্যে স্কুল খোলা থাকে ১৮০ দিন। এর মানে অনেক অপ্রয়োজনীয় ছুটি রয়ে গেছে। তাই প্রাথমিক বিদ্যালয়ে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার দুদিন বহাল রেখেই শিক্ষাপঞ্জির অন্যান্য ছুটি কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, ‘পড়াশোনা যে হবে, স্কুল কয়দিন খোলা থাকছে? আমাদের অনেক অপ্রয়োজনীয় ছুটি রয়ে গেছে। আমরা প্রথমে চেষ্টা করছি ছুটি কিভাবে কিছু কমানো যায়। আমরা শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করছি, বিচ্ছিন্নভাবে করলে হবে না।’

বেতন গ্রেড বৃদ্ধি সহ তিন দফা দাবিতে সহকারী শিক্ষকদের আন্দোলনের বিষয়ে গণশিক্ষা উপদেষ্টা জানান, তাদের আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই। সহকারী শিক্ষকদের সব দাবি পূরণ করা হয়েছে।