Image description

পরিবেশ সংরক্ষণ আইন কার্যকর করতে পরিবেশ অধিদপ্তর দেশজুড়ে একযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে। মঙ্গলবার পরিচালিত এই অভিযানে শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণের পাশাপাশি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর বর জানান, টাঙ্গাইল, নাটোর, নারায়ণগঞ্জ ও ঢাকার চকবাজার এলাকায় পলিথিন উৎপাদন ও বাজারজাতকরণের বিরুদ্ধে চারটি ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এই অভিযানে নয়টি মামলার মাধ্যমে ২ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে, ৪ হাজার ৪৪০ কেজি পলিথিন জব্দ করা হয় এবং চকবাজারের একটি পলিথিন উৎপাদনকারী প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হয়। পাশাপাশি সচেতনতা বাড়াতে বাজার ও দোকান মালিকদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।

অন্যদিকে, বান্দরবানে শব্দদূষণ নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে একটি মামলায় ২ হাজার টাকা জরিমানা করা হয় এবং দুটি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। ঢাকার নিকুঞ্জ এলাকায় অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনের বিরুদ্ধে পরিচালিত অভিযানে পাঁচ মামলায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।