
রাজধানীসহ সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৬১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ৭৪৯ জন বিভিন্ন মামলা ও গ্রেপ্তারি পরোয়ানার আসামি ছিলেন এবং বাকি ৫১২ জন বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হন। শুক্রবার (১ আগস্ট) বিকেলে পুলিশের সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
পুলিশ সদর দপ্তর জানায়, এই অভিযান গত বুধবার (৩০ জুলাই) দিবাগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার (৩১ জুলাই) দিবাগত রাত ১২টা পর্যন্ত চালানো হয়। অভিযানে অস্ত্র ও বিস্ফোরকও জব্দ করা হয়েছে। উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৬১ রাউন্ড গুলি এবং ১০টি ককটেল।
এর আগের ২৪ ঘণ্টায় (মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত) পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়েছিল ১ হাজার ৩৮৪ জন।
Comments