
রাজধানীর যাত্রাবাড়ীতে একটি বাসায় কয়েল জ্বালানোর সময় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ রাফিয়া নামের সাড়ে তিন বছরের শিশুও চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
শুক্রবার (১১ জুলাই) রাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে এ দুর্ঘটনায় মারা যান রাফিয়ার বাবা রিপন (৪০) ও মা ইতি আক্তার (৩৫)। এ নিয়ে এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো তিনজনে।
এর আগে বুধবার (৯ জুলাই) দিনগত রাত পৌনে ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসলে ভর্তি দেওয়া হয়েছে।
দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা তাসলিমা মনি বলেন, যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কের খাদেমুল কোরআন মহিলা মাদরাসা গলির ছয়তলা ভবনের নিচ তলায় মশার কয়েল জ্বালানোর সময় গ্যাসলাইন লিকেজ থেকে হঠাৎ বিস্ফোরণ হয়। এতে তিনজন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
চিকিৎসক শাওন বিন রহমান জানান, দগ্ধ সাড়ে তিন বছরের শিশু রাফিয়া নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাত সাড়ে ৩টার দিকে মারা গেছে। তার শরীরে ৯০ শতাংশ দগ্ধ ছিল। এর আগে এই শিশুর মা ইতি ও বাবা রিপনের মৃত্যু হয়।
Comments