Image description

জুলাই গণঅভ্যুত্থানে গুরুতর আহত ব্যক্তিদের জন্য বিনামূল্যে রাজধানীতে ফ্ল্যাট দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় একটি প্রকল্প হাতে নিয়েছে। রাজধানীর মিরপুরে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ প্রকল্পটি বাস্তবায়ন করবে। 

গৃহায়ণ কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, এ জন্য ১ হাজার ৩৪৪ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সেখানে প্রায় দেড় হাজারের মতো ফ্ল্যাট তৈরি করা হবে। যারা জুলাই অভ্যুত্থানে আহত হয়েছিলেন, তাদের ও যারা শহীদ হয়েছিলেন তাদের পরিবারের মধ্যে মধ্যে বিনামূল্যে ফ্ল্যাটগুলো দেয়া হবে। প্রতিটি ফ্ল্যাটে তিনটি বেডরুম, একটি ড্রয়িংরুম, ডাইনিং ও তিনটি ওয়াশরুম থাকবে।

জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান সৈয়দ মো. নুরুল বাসির গণমাধ্যমকে জানিয়েছেন, ভবনগুলো নির্মাণে চার বছর সময় লাগবে। কারা ফ্ল্যাট পাবেন, সেটি জুলাই অধিদপ্তর, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ ও গণপূর্ত মন্ত্রণালয় আলোচনা করে ঠিক করবে।

৭ জুলাই পরিকল্পনা কমিশনে ‘ঢাকার মিরপুর ৯ নম্বর সেকশনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কর্মক্ষমতা হারানো জুলাই যোদ্ধা পরিবারের স্থায়ী বাসস্থান প্রদানে এক হাজার ৫৬০টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ’ শিরোনামে প্রকল্পের ওপর প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভা হয়। এতে সরকারের পক্ষ থেকে ইতিবাচক মত পাওয়া যায়।