Image description

চট্টগ্রাম নগরের জাকির হোসেন সড়ক অবরোধ করেছে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। অবরোধের কারণে ব্যস্ততম এ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ফলে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। আজ বুধবার সড়ক অবরোধ করেন এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। 

আন্দোলনকারীদের দাবি, তারা পটিয়ায় শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার বিষয়ে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে কথা বলতে এসেছিলেন। কিন্তু ডিআইজি কথা বলতে রাজি হননি। 

তবে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে কার্যালয়ে ডেকেছিলেন। তারা কার্যালয়ে যেতে রাজি হননি। তারা ডিআইজিকে কার্যালয়ের বাইরে এসে কথা বলার দাবি জানান।’

এর আগে, বিকেল তিনটা থেকে চট্টগ্রামে রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।