Image description

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক ব্যক্তিগত সহকারী (এপিএস) মোয়াজ্জেম হোসেনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সাময়িকভাবে অকার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার (২৪ মে) দুদক সূত্রে এই তথ্য জানা গেছে।

দুদকের একটি সূত্র জানায়, এপিএস থাকাকালে মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, তদবির এবং টেন্ডার সংক্রান্ত নানা অনিয়মের অভিযোগ উঠেছে। প্রাথমিক অনুসন্ধানে এসব অভিযোগে তার শত কোটি টাকার সম্পদ অর্জনের তথ্য মিলেছে বলে দাবি করছে সংস্থাটি।

এর আগে গত ২২ মে দুদকের একটি দল মোয়াজ্জেম হোসেনকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের পর তদন্তের স্বার্থে তার বিদেশযাত্রা নিয়ন্ত্রণে আনা এবং এনআইডি ব্লকের সিদ্ধান্ত নেওয়া হয়।

জিজ্ঞাসাবাদ শেষে মোয়াজ্জেম হোসেন সাংবাদিকদের বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো ভিত্তিহীন এবং একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব ছড়াচ্ছে। তিনি আরও জানান, বিসিএস পরীক্ষার প্রস্তুতির জন্য গত মার্চে তিনি পদত্যাগ করেন এবং তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো তার চাকরি ছাড়ার পরই সামনে এসেছে।

উল্লেখ্য, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব গত ২৫ এপ্রিল গণমাধ্যমকে জানিয়েছিলেন, তার সাবেক এপিএসের বিরুদ্ধে তদন্তে সহায়তার জন্য তিনি দুদককে অনুরোধ করেছেন।