Image description

রাজধানীতে টানা আধাঘণ্টার প্রবল বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা ও কয়েকটি স্থানে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের অবস্থান ও অবরোধ কর্মসূচির কারণে সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। ফলে বিপাকে পড়েছেন নগরবাসী। 

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে অবিলম্বে শপথ নেওয়ার দাবিতে তার সমর্থকরা সকাল ১০টা থেকে নগর ভবন, হাইকোর্ট মোড়, মৎস্য ভবন ও কাকরাইল মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেন। ফলে এসব এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

অন্যদিকে, জাতীয়তাবাদী ছাত্রদলও একই সময় সকাল ১০টা থেকে শাহবাগ মোড় ও হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান কর্মসূচি পালন করে। সংগঠনটির দাবি, তাদের নেতা সাম্যর হত্যাকাণ্ডের বিচার নিয়ে দীর্ঘসূত্রিতা চলায় তারা এ কর্মসূচি ডেকেছে। এই দুটি এলাকাতে বর্তমানে যানজটে বিপর্যস্ত নগরবাসী। 

এর ভেতর টানা আধাঘণ্টার প্রবল বৃষ্টিতে ধানমন্ডির কিছু জায়গা ও নিউমার্কেট এলাকাসহ নানা জায়গায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। এতে প্রবল যানজটের কবলে পড়ে নাকাল হচ্ছেন রাজধানীবাসী।