Image description

আসছে অর্থ বছরে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়া যায় কি না, সে বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এ কথা জানান তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, আসছে অর্থ বছরে (২০২৫–২৬) সরকারি কর্মকর্তা–কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা দেওয়া হবে কি না তা বিশেষভাবে বিবেচনা করছে সরকার। এ বিষয়ে একটি কমিটি কাজ করছে।

তিনি জানান, হয়তো একটু সময় লাগবে কিন্তু হওয়ার সম্ভাবনা মোটামুটি। সরকার কখন থেকে দিতে পারবে, কত দিতে পারবে এর জন্য কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে। 

অর্থ উপদেষ্টা জানান, আজকের বৈঠকে এলএনজিসহ কয়েকটি পণ্য তাড়াতাড়ি আমদানি করার অনুমোদন দেওয়া হয়েছে।

গত ৯ জানুয়ারি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেসুর রহমান জানান, সরকারি কর্মকর্তা ও কর্মচারীদেরকে সরকার মহার্ঘ ভাতা দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তা শিগগিরই বাস্তবায়ন হবে। এ নিয়ে সমালোচনা হলে, পরে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার যে সিদ্ধান্ত সরকার নিয়েছিল তা দেওয়া হবে না।

এক পর্যায়ে ২৮ জানুয়ারি সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সরকারি কর্মকতা-কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়া বা না দেয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়নি বলে জানান অর্থ উপদেষ্টা।