Image description

রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ১ জুলাই থেকে ঢাকা থেকে জাপানের নারিতা রুটের ফ্লাইট পরিচালনা স্থগিত করার ঘোষণা দিয়েছে। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান কর্তৃপক্ষ এই সিদ্ধান্তের কথা জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলমান হজ ফ্লাইট, উড়োজাহাজ সংকট এবং ব্যবসায়িক পরিস্থিতি বিবেচনায় এই রুটের ফ্লাইট স্থগিত করা হয়েছে।

যে-সব যাত্রী ১ জুলাইয়ের পরের ফ্লাইটের টিকিট কিনে রেখেছেন, তারা কোনো অতিরিক্ত খরচ ছাড়াই টিকিটের সম্পূর্ণ অর্থ ফেরত নিতে পারবেন। এ জন্য যাত্রীদের বিমানের নিজস্ব সেলস অফিস বা কাউন্টার এবং সংশ্লিষ্ট এজেন্টের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২০২৩ সালের ১ সেপ্টেম্বর ঢাকা-নারিতা রুটে পুনরায় ফ্লাইট চালু করেছিল। তবে, দেড় বছরের মধ্যেই এই রুটের ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় এখন ঢাকা থেকে সরাসরি জাপানে যাওয়ার আর কোনো সুযোগ থাকল না।

এর আগে ১৯৮১ সালে ঢাকা-নারিতা রুটে ফ্লাইট পরিচালনা শুরু করে বিমান, যা ২০০৬ সালে বন্ধ হয়ে যায়। তারও আগে ১৯৭৯ সালে ঢাকা-টোকিও রুটের ফ্লাইট চালু করলেও সেটিও কিছুদিন পর বন্ধ হয়ে গিয়েছিল।