
সন্তানের জন্য সব থেকে বেশি যে আত্মত্যাগ করতে পারে সে নামটিই হলো মা। স্বার্থপর এ দুনিয়াতে নিঃস্বার্থভাবে শুধু মাই আমাদের ভালোবাসতে পারেন। আজ বিশ্ব মা দিবস। মায়ের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের দিন। প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার মা দিবস পালন করা হয়।
১৯০৮ সালে সর্বপ্রথম মা দিবস উদযাপন করেছিলেন আন্না জার্ভিস নামে এক ব্যক্তি। যুক্তরাষ্ট্রের পশ্চিম ভার্জিনিয়ায় নিজের মায়ের স্মৃতি রূপে এ বিশেষ দিনটি উৎসর্গ করেছিলেন তিনি। ১৯১১ সাল থেকে যুক্তরাষ্ট্রের প্রতিটি রাজ্যে মা দিবস পালনের ঘোষণা দেয়া হয়। পরে ১৯১৪ সালের ৮ মে মার্কিন কংগ্রেস মে মাসের দ্বিতীয় রোববারকে মা দিবস হিসেবে ঘোষণা করে।
এভাবেই শুরু হয় মা দিবসের যাত্রা। এরই ধারাবাহিকতায় আমেরিকার পাশাপাশি মা দিবস এখন বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, রাশিয়া ও জার্মানিসহ শতাধিক দেশে মর্যাদার সঙ্গে পালিত হচ্ছে। আজকের দিনে বিভিন্নভাবে মাকে সম্মান জানানো হবে। মাকে সালাম, ফোন করে কিংবা এসএমএসের মাধ্যমে দোয়া নেয়ার মধ্যে দিয়ে দিবসটি পালন করা হবে।
সন্তানরা মায়ের প্রতি ভালোবাসা জানাতে কেউ ফুলসহ বিভিন্ন উপহার দিয়ে মাকে শুভেচ্ছা জানাবে। তবে মা দিবস শুধু একটি নির্দিষ্ট দিনেই সীমাবদ্ধ নয়। একজন মা যেভাবে তার সন্তানকে যত্ন ও ভালোবাসা দিয়ে বড় করে তোলেন, সে ঋণ কোনো দিনই শোধ করা যাবে না। এজন্য মায়ের প্রতি ভালোবাসা ও যত্ন শুধু একটি দিবসের মধ্যে না রেখে মাকে নিঃশর্তভাবে ভালোবাসাই সন্তানদের দায়িত্ব।
এদিকে বিশ্ব মা দিবস উপলক্ষে আজাদ প্রোডাক্টসের উদ্যোগে প্রতি বছরের মতো এবার ৩৫ জন মাকে ‘রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড-২০২৩-২৪’ দেওয়া হবে। আজ ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড আয়োজন করা হবে বলে শনিবার এক সংবাদ সম্মেলনে জানানো হয়।
মা দিবস উপলক্ষে আজ নগরীর বিভিন্ন রেস্তোরাঁসহ পোশাকের ব্র্যান্ড মূল্যছাড়ের সুযোগ রেখেছে। যেমন- পিৎজা হাটে নিজের জন্য পিৎজা অর্ডার করলে মায়ের জন্য পিৎজা পাবেন বিনামূল্যে। অফারটি শুধু ডাইন ইনের জন্য প্রযোজ্য।
মা দিবস উপলক্ষে বিশেষ আয়োজন থাকছে ঢাকা রিজেন্সি হোটেলে। সেখানে ‘ক্যান্ডেল লাইট ডিনার ডেট উইথ মম’ আয়োজন করা হয়েছে। হাক্কা ঢাকার বনানী শাখায় ডাইন-ইনে একটির সঙ্গে আরেকটি প্ল্যাটার একদম বিনামূল্যে। ১১, ১২ এবং ১৩ মে এই অফারটি গ্রহণ করা যাবে। ওয়েস্টিন ঢাকায় মা দিবস উপলক্ষে কেকের ওপর ২০ শতাংশ ছাড় থাকছে। এছাড়া ওয়েস্টিন স্পা এবং বিউটি স্যালনেও মিলবে ২০ শতাংশ ছাড়। র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে মা দিবস উপলক্ষে ৫০ শতাংশ ছাড় থাকছে বুফে ডিনারে। কেকের ওপুরে থাকছে ২৫ শতাংশ ছাড়।
Comments