
সীমান্তে ভারত যেভাবে পুশ ইন করছে তা সঠিক নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ-ভারত সীমান্ত জোরপূর্বক প্রবেশের বিষয়ে দিল্লিকে জানানো হয়েছে। এদের মধ্যে কোনো বাংলাদেশি থাকলে তাদের আনুষ্ঠানিক প্রক্রিয়ায় মাধ্যমে গ্রহণ করবে ঢাকা। তবে এভাবে নয়। ভারত যেভাবে পুশ ইন করছে তা সঠিক নয়।’
বুধবার খাগড়াছড়িতে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে ৬৬ ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জেলা প্রশাসন জানায়, মাটিরাঙার তাইন্দং সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে ১৫ জন, গোমতি ইউনিয়নের শান্তিপুর সীমান্ত দিয়ে ২৭ জন ও পানছড়ির লোগাং ইউনিয়নের রুপসেন পাড়া সীমান্ত দিয়ে ২৪ জন।
এর মধ্যে শান্তিপুর সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করা ২৭ জন নিজেদের গুজরাটের বাসিন্দা দাবি করেন। তাদেরকে দাবি, গুজরাট থেকে উড়োজাহাজে করে সীমান্তে এনে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা তাদের বাংলাদেশে অনুপ্রবেশ করায়। আটককৃতরা বাংলা ভাষাভাষী।
একই দিন কুড়িগ্রামের রৌমারী ও ভূরুঙ্গামারী সীমান্তে আট বাংলাদেশিসহ ৪৪ জনকে আটক করা হয়।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, ভোররাতে রৌমারীর বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে ৩০ জনকে বাংলাদেশে অনুপ্রবেশ করানো হয়েছে। ধারণা করা হচ্ছে, এদের মধ্যে ২২ জন রোহিঙ্গা। আটক ব্যক্তিদের পরিচয় যাচাই করছে বিজিবি।
আর কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব উল হক জানান, ভূরুঙ্গামারীর ভাওয়ালকুরি সীমান্ত এলাকায় আট নারী শিশুসহ ১৪ জনকে আটক করা হয়েছে। তারা প্রত্যেকে রোহিঙ্গা।
Comments