
উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক পিও তুহিন ফারাবি ও সমন্বয়ক গাজী সালাহ উদ্দিন ফারাবির দুর্নীতি অনুসন্ধানে গোয়েন্দা কার্যক্রম শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুদক মহাপরিচালক ও মুখপাত্র মো. আক্তার হোসেন এই কথা বলেন।
এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাজী সালাউদ্দিন তানভিরের বিরুদ্ধে ডিসি নিয়োগ ও যুগ্ম সচিব পদে পদোন্নতির তদবীর করে অনৈতিক অর্থ উপার্জনের অভিযোগ অনুসন্ধান শুরু হয়েছে।
তিনি বলেন, দুদক আইন অনুযায়ী তাদের দুর্নীতির অভিযোগের প্রথমিক অনুসন্ধান শুরু হয়েছে। শিগগির এ ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য জানানো হবে।
Comments