Image description

ঈদের সময় যানজটের শহর, ব্যস্ততার শহর ঢাকা হয়ে যায় ফাঁকা। ঈদের সময় ফাঁকা ঢাকায় রাত কিংবা দিন সব সময় পুলিশের কড়া নিরাপত্তা থাকবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এছাড়াও ঢাকাসহ সারাদেশের মানুষের নিরাপত্তা দিতে পুলিশ সতর্ক সবসময় অবস্থানে থাকবে।

আজ শুক্রবার (২৯ মার্চ) বাদ জুমা রাজারবাগ পুলিশ লাইনের কেন্দ্রীয় জামে মসজিদে বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ঈদে যাতায়াত নিরাপদ করতেও পুলিশ প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়ে আইজিপি বলেন, 'পর্যটন স্পটগুলোতে ভিড় বাড়বে, সে অনুযায়ী পরিকল্পনা নেয়া হচ্ছে।' ঈদযাত্রায় সাধারণ মানুষ যাতে নিরাপদে পৌঁছাতে পারে পুলিশ এ ব্যাপারে সচেষ্ট থাকবে। 

আইজিপি আরও বলেন, 'ঈদকে কেন্দ্র করে বাস, লঞ্চ কিংবা ট্রেনে বাড়তি ভাড়া আদায়ের সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। ফাঁকা ঢাকায় নিরাপত্তা বিধানে সতর্ক থাকবে পুলিশ।'

জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত না করার জন্য যাত্রীদের আহ্বান জানিয়েছেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। 


মানবকণ্ঠ/এফআই