Image description

সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে আজ শনিবার সারা দেশে মহানগর ও জেলা পর্যায়ে ২ ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। দলের কেন্দ্রীয় নেতারা এসব কর্মসূচিতে অংশ নেবেন বলে শুক্রবার দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। কর্মসূচি অনুযায়ী ঢাকা মহানগর বিএনপির উত্তর ও দক্ষিণ কমিটি যৌথভাবে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবে।
 
 ‘১২ দলীয় জোট’ বিজয় নগর পানির ট্যাঙ্কের সামনে, বাংলাদেশ লেবার পার্টি ও সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট আলাদাভাবে জাতীয় প্রেসক্লাবের সামনে এবং গণতান্ত্রিক বাম ঐক্য পল্টন মোড়ে অবস্থান কর্মসূচি করবে। বেলা ১১টায় এসব কর্মসূচি শুরু হবে। বেলা ৩টায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি পান্থপথে দলের কার্যালয়ের সামনে এবং বিকাল ৪টায় ‘গণফোরাম-পিপলস পার্টি’ আরামবাগে গণফোরাম চত্বরে ২ ঘণ্টা গণ-অবস্থান কর্মসূচি করবে। গণসংহতি আন্দোলন বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে এবং ‘সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে’ প্রতিবাদ সমাবেশ করবে।
 
গণ-অধিকার পরিষদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, তারা গণমাধ্যমে স্বাধীনতা, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, র‌্যাবের হেফাজতে নওগাঁয়ের সুলতানা জেসমিনের মৃত্যু এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বেলা ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করবে। গণতন্ত্র মঞ্চের নেতারা জানান, শনিবার তাদের কোনো কর্মসূচি নেই। রোববার বিএনপির সঙ্গে সংলাপের পর দিন বেলা ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে তারা প্রতিবাদ সমাবেশ করবেন।
 
সরকারের পদত্যাগ, সংসদ বাতিল ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবি ঘোষণা করে বিএনপি। এরপর থেকে যুগপৎ আন্দোলন কর্মসূচি হিসেবে ২৪ ডিসেম্বর থেকে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো ধারাবাহিকভাবে গণমিছিল, অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ শুরু করে। গত ১২ ফেব্রুয়ারি থেকে ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে মহানগর পর্যন্ত কয়েক দফায় পদযাত্রার কর্মসূচি করেছে বিএনপি। রমজান মাস শুরুর আগে গত ১৮ মার্চ সবশেষ তারা সারা দেশে প্রতিবাদ সমাবেশ করে।