Image description

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ পুনরায় প্রতিষ্ঠার চেষ্টা চলছে। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী এই সময়ে আমাদের মনে রাখতে হবে যে দেশে ভারতীয় আধিপত্যবাদ আবারও প্রতিষ্ঠার চেষ্টা চলছে।

শনিবার (২৬ জুলাই) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আর সি মজুমদার অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সেন্টার ফর বেঙ্গল স্টাডিজ ও সঞ্চারণের যৌথ উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

মাহমুদুর রহমান দুঃখ প্রকাশ করে বলেন, জুলাই বিপ্লবের যোদ্ধাদের মধ্যে বিভেদ তৈরি হয়েছে এবং তারা একে অপরকে মোকাবিলা করতে রাজনৈতিক হাতিয়ার হিসেবে পুরোনো বয়ান ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে।

মাহমুদুর রহমান তার বক্তব্যে আরও বলেন, শেখ হাসিনার সঙ্গে তার লড়াই ছিল মূলত একটি সাংস্কৃতিক লড়াই। তিনি উপলব্ধি করেছিলেন যে, বাঙালি মুসলমান যদি সাংস্কৃতিক লড়াইয়ে জিততে না পারে, তাহলে স্বাধীনতা টিকিয়ে রাখা কঠিন হবে।

তিনি বলেন, প্রতিটি জাতির পরিবর্তনের জন্য কিছু নায়কের প্রয়োজন হয়। জুলাই বিপ্লব আমাদের বেশ কিছু নায়ক দিয়ে গেছে। তাদের গল্প, গান, কবিতাসহ বিভিন্ন সাংস্কৃতিক মাধ্যমে ধারণ করার গুরুত্বও তিনি তুলে ধরেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন লেখক ও বুদ্ধিজীবী ফাহমিদ-উর-রহমান এবং কাতারের হামাদ বিন খলিফা ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক উসামা আল আযামী। একই সাথে, গবেষণাধর্মী সাময়িকী বাঙলা নামার চতুর্থ সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়।