Image description

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে কথাসাহিত্যিক ঝুমকি বসুর প্রথম উপন্যাস ‘জোড়া শালিক’। প্রচ্ছদ করেছেন শিল্পী রাজীব দত্ত। বইটি পাওয়া যাবে দেশ পাবলিকেশন্স ৪৭৮-৪৮০ স্টলে। 

বইটি সম্পর্কে লেখক বলেন, উপন্যাসের পটভূমি দুই প্রজন্মের দুই মানুষকে ঘিরেই আবর্তিত হয়েছে। তাদের সমান্তরাল জীবন নিয়ে এই আখ্যান। স্বামীকে হারিয়ে কঠিন সংগ্রামের মধ্য দিয়ে সন্তানকে মানুষ করেন সুমিত্রা। সেই সন্তান বড় হয়। 

তবে সময়ের স্রোতে ছেলে সুমিতের সঙ্গে বাড়তে থাকে মায়ের দূরত্ব। এক সময় মায়ের আশ্রয় হয় বৃদ্ধাশ্রমে। তবু থেমে থাকে না স্বপ্ন। ওই আশ্রমে অন্য এক জীবন বেছে নেন মা। ছেলের ঘোর বিরোধিতা সত্ত্বেও জীবনসায়াহ্নে কেন এমন কঠিন সিদ্ধান্ত নিলেন সুমিত্রা? সেই প্রশ্নের উত্তর মিলবে উপন্যাসের শেষ অধ্যায়ে।