ডাকসু নির্বাচন
এস এম ফরহাদের প্রার্থিতা নিয়ে হাইকোর্টে রিটের শুনানি চলছে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা বাতিল চেয়ে করা রিটের শুনানি হাইকোর্টে চলছে। সোমবার (১ সেপ্টেম্বর) বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি এস কে তাহসিন আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চে এই শুনানি শুরু হয়।
অপরাজেয় ৭১’ ও অদম্য ২৪’ প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বি এম ফাহমিদা আলম এই রিটটি করেছেন। তার অভিযোগ, এস এম ফরহাদ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন, যা ডাকসুর নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। রিটে ফরহাদের প্রার্থিতা বাতিল করে তাকে নির্বাচন থেকে বিরত রাখার জন্য নির্দেশনা চাওয়া হয়েছে।
এস এম ফরহাদ ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ থেকে জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি।
আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে ২৮টি পদের জন্য মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
Comments