Image description

চট্টগ্রামে এক ব্যক্তিকে হত্যার দায়ে তিন সহোদরসহ পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৪ আগস্ট) চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রোজিনা খান এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- আনোয়ারার পশ্চিম সিংহরা এলাকার আহামদ মিয়া, মো. ইলিয়াছ, নুরুল আবছার, রফিক ও মো. সোলায়মান। আসামিদের মধ্যে আহামদ মিয়া, ইলিয়াছ ও নুরুল আবছার আপন তিন ভাই।

মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০১১ সালের ১৯ আগস্ট আনোয়ারা উপজেলার চাতরি ইউনিয়নের বাসিন্দা আবদুল শুক্কুরকে পূর্বশত্রুতার জেরে তার বাসা থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়। পরদিন ২১ আগস্ট চাতরি এলাকায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শুক্কুরের ছেলে মো. মিজান বাদী হয়ে আনোয়ারা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তদন্তে জানা যায়, পার্শ্ববর্তী খালে জাল ফেলা নিয়ে আসামিদের সঙ্গে আবদুল শুক্কুরের বিরোধ ছিল। সেই বিরোধের জেরে আসামিরা তাকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে। ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও দীর্ঘ শুনানি শেষে আদালত এই রায় দেন।

আদালতের বেঞ্চ সহকারী হাফেজ আহম্মদ জানান, রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামির মধ্যে চারজন আদালতে উপস্থিত ছিলেন। মামলায় অভিযুক্ত আরও তিনজনকে খালাস দিয়েছেন আদালত। খালাসপ্রাপ্তরা হলেন আবদুল কুদ্দুছ, মো. আনোয়ার ও মো. এনাম।