Image description

ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালা, তার স্ত্রী সবিতা আগরওয়ালা, তাদের ছেলে ইয়াশ আগরওয়ালা, মেয়ে আঁচল আগরওয়ালা সহ আরও চারজনের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

বাকি চারজন হলেন—বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) সাবেক সভাপতি এনামুল হক খান, তার স্ত্রী শারমিন খান, তাদের ছেলে আলিফ ইমরান খান এবং মেয়ে লাবিবা নিসারাত খান।

বুধবার (২৩ জুলাই) ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক রেজাউল করিমের আবেদন গ্রহণ করে এই আদেশ দেন। এই নিষেধাজ্ঞা অর্থপাচার বা দুর্নীতির অভিযোগে তদন্তের অংশ হিসেবে জারি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

দুদকের উপ-পরিচালক রেজাউল করিম এ মামলার তদন্ত দলের প্রধান।

আবেদনে দুদক কর্মকর্তা বলেন, আওয়ামী লীগ শাসনামলে তাদের বিরুদ্ধে স্বর্ণ পাচারের মাধ্যমে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের তদন্ত চলছে।

আবেদনে আরও বলা হয়, বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে যে, দিলীপ ও অন্যান্য অভিযুক্তরা বিদেশ পালানোর চেষ্টা করছেন। তারা যদি দেশ ছেড়ে পালিয়ে যান, তাহলে তাদের বিরুদ্ধে আনা অভিযোগের তদন্ত বিঘ্নিত হবে।

বিচারক সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই আদেশের একটি অনুলিপি অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক বরাবর পাঠানোর নির্দেশ দেন।

এছাড়া বিচারক আদেশের অনুলিপি স্পেশাল ব্রাঞ্চের (ইমিগ্রেশন) স্পেশাল সুপারিনটেনডেন্ট অব পুলিশ বরাবর পাঠাতে দুদককে নির্দেশ দিয়েছেন। যেন পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা যায়।

এর আগে, কোটা সংস্কার আন্দোলনের সময় গত বছরের ১৯ জুলাই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে হৃদয় আহমেদ হত্যাকাণ্ডের মামলায় গত ৩ সেপ্টেম্বর র‍্যাব দিলীপ আগরওয়ালাকে ঢাকার গুলশানের আকাশ টাওয়ার থেকে গ্রেপ্তার করে।

পরবর্তীতে তাকে একই মামলায় তিন দিনের রিমান্ডে নেওয়া হয়।

আগরওয়ালা বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) সাবেক সভাপতি এবং এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক ও সহ-সভাপতি। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য উপ-কমিটির সদস্যও।

আরআই/মানবকণ্ঠ