
ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের ফলে গাজায় মৃতের সংখ্যা ৬৩,৫০০ ছাড়িয়ে গেছে। মঙ্গলবার সকালে নতুন করে আরও ১৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে ছয়জন ত্রাণের জন্য অপেক্ষা করছিলেন। এই তথ্য আল জাজিরাকে নিশ্চিত করেছে বেশ কয়েকটি মেডিকেল সূত্র।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত অনাহারে ৩৪৮ জনের মৃত্যু হয়েছে। গাজা সিটির শাতি শরণার্থী শিবিরের কাছে ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় এক অন্তঃসত্ত্বা নারীও নিহত হয়েছেন। গাজায় ইসরায়েলি বাহিনীর অগ্রযাত্রার কারণে প্রায় ১০ লক্ষ মানুষ নিরাপদ স্থানের খোঁজে পালিয়ে বেড়াচ্ছে, যদিও তাদের জন্য কোনো নিরাপদ স্থান অবশিষ্ট নেই।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েল গাজায় যে অভিযান শুরু করেছিল, তা প্রায় দুই বছর ধরে চলছে। এতে এখন পর্যন্ত ৬৩,৫৫৭ জন নিহত এবং ১,৬০,৬৬০ জন আহত হয়েছেন।
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে বেলজিয়াম
চলতি মাসের শেষে জাতিসংঘের সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে বেলজিয়াম। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রেভো মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে এই ঘোষণা দিয়েছেন। তিনি জানান, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি ইসরায়েলের বিরুদ্ধে অন্তত ১২টি কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এর মধ্যে রয়েছে অধিকৃত অঞ্চলের বসতি থেকে আমদানি করা পণ্যের ওপর নিষেধাজ্ঞা এবং ইসরায়েলি কোম্পানিগুলোর সঙ্গে সরকারি ক্রয়-বিক্রয় নীতির পুনর্মূল্যায়ন।
প্রেভো বলেন, ফিলিস্তিনে, বিশেষ করে গাজায়, যে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে তার পরিপ্রেক্ষিতেই এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর আগে ফ্রান্সও ইউএনজিএ অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছিল। এরপর আরও কয়েকটি দেশ একই ধরনের সিদ্ধান্তের কথা জানিয়েছে।
Comments