Image description

যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই ইসরায়েল ফিলিস্তিনের গাজায় তাদের যুদ্ধ আরও সম্প্রসারিত করার সিদ্ধান্ত নিয়েছে। গাজা সিটি দখলের পরিকল্পনা নিয়ে প্রথম ধাপে ইসরায়েলি বাহিনী জেইতুন ও জাবালিয়ায় হামলা শুরু করেছে। এই অভিযানে একদিনে ৮১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে শাতি শরণার্থী শিবিরে ত্রাণ নিতে আসা বেশ কয়েকজনও ছিলেন। এক হামলায় একই পরিবারের পাঁচ সদস্যের মৃত্যুর খবরও পাওয়া গেছে।

বুধবার ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ গাজা সিটি দখলের অনুমোদন দিয়েছেন। এই অভিযানের জন্য ইসরায়েলি সেনাবাহিনী ৬০ হাজার রিজার্ভ সেনা তলব করেছে এবং আরও ২০ হাজার সেনার দায়িত্বের সময়সীমা বাড়িয়েছে। পাঁচটি সামরিক ডিভিশন এই অভিযানে অংশ নেবে।

ইসরায়েলের এই সেনা তলবের ঘোষণার পর আন্তর্জাতিক মহলে তীব্র নিন্দা ও সমালোচনার ঝড় উঠেছে। ফ্রান্সের প্রেসিডেন্ট সতর্ক করে বলেছেন যে এই নতুন অভিযান ইসরায়েল ও ফিলিস্তিনকে স্থায়ী যুদ্ধের দিকে ঠেলে দেবে। জাতিসংঘ এবং রেড ক্রসও সতর্ক করে জানিয়েছে, গাজার দক্ষিণাঞ্চল ইতিমধ্যেই অতিরিক্ত ভিড়ে বিপর্যস্ত, সেখানে আরও বাস্তুচ্যুতি হলে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দেবে।