Image description

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় নিহতের সংখ্যা ৬২ হাজার ছুঁই ছুঁই করছে। রোববার আনাদোলু সংবাদ সংস্থার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও ৪৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ২২৬ জন। এতে ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা প্রায় ৬২ হাজারে পৌঁছেছে এবং আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৫ হাজার ৮৮৬ জনে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে আছে এবং উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছাতে পারছেন না, ফলে প্রকৃত হতাহতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে।

গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা সংগ্রহের সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে আরও ১৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে গত ২৭ মে থেকে এখন পর্যন্ত ত্রাণ নিতে গিয়ে নিহতদের সংখ্যা ১ হাজার ৯৩৮ জনে পৌঁছেছে। এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় অপুষ্টি ও অনাহারে আরও ৭ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে, যার মধ্যে ২ শিশু রয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত অনাহার-সম্পর্কিত মোট মৃত্যু হয়েছে ২৫৮ জনের, যাদের মধ্যে ১১০ জনই শিশু।

আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। একইসঙ্গে ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখিও হয়েছে। এত কিছুর পরও ইসরায়েলের এই বর্বরতা বন্ধ হচ্ছে না, যা নিয়ে বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইছে।