
গাজা সিটি দখলের মাধ্যমে পুরো উপত্যকা দখলের পরিকল্পনা বাস্তবায়নে ব্যাপক হামলা শুরু করেছে ইসরায়েল। এতে গতকাল বৃহস্পতিবার এক দিনে ১২৩ জন নিহত হয়েছেন। এক সপ্তাহের মধ্যে এক দিনে এটি সর্বোচ্চ মৃত্যু। হামলার পাশাপাশি ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এতে অনাহারে প্রাণ গেছে আরও চারজনের। ত্রাণকে অস্ত্র না বানাতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে বিশ্বের শতাধিক সংস্থা।
গত ২২ মাস ধরে চলা ইসরায়েলের আগ্রাসনে গাজার বাড়িঘর ধ্বংস হয়ে যাওয়ায় ২০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছেন। এ অবস্থায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও ফিলিস্তিনিদের গাজা থেকে অন্যত্র চলে যেতে বলছেন। ইসরায়েলের টেলিভিশন আইটোয়েন্টিফোর নিউজকে তিনি বলেন, তাদের তাড়িয়ে দেওয়া হচ্ছে না, বেরিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। যারা ফিলিস্তিনিদের জন্য উদ্বিগ্ন ও সাহায্য করতে আগ্রহী, তাদের সবার উচিত দরজা খুলে দেওয়া।’
রয়টার্স লিখেছে, আরব ও অনেক বিশ্বনেতা গাজার মানুষের এভাবে স্থানচ্যুত করার পরিকল্পনায় ‘বিস্মিত’। আর ফিলিস্তিনিরা বলছেন, এমনটা হলে তা হবে আরেকটি ‘নাকবা’ (বিপর্যয়)। ১৯৪৮ সালে ইসরায়েল প্রতিষ্ঠার পর লাখ লাখ ফিলিস্তিনিকে বিতাড়ন করা হয়। ইসরায়েলের কর্মকর্তারা বলছেন, তারা কয়েক সপ্তাহের মধ্যেই গাজা সিটি দখলে সক্ষম হবেন। আলোচনা বারবার ব্যর্থ হলেও যুদ্ধবিরতি এখনও সম্ভব বলে জানান তারা।
Comments