Image description

সোমালিয়ার জাতীয় সেনাবাহিনী ও আধা-স্বায়ত্তশাসিত জুবাল্যান্ড অঞ্চলের অনুগত বাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। মঙ্গলবার এই লড়াই হয় দক্ষিণ সোমালিয়ার গেডো অঞ্চলের বেলেড হাও শহরে।

নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, শহরের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলে ফেডারেল সেনাদের সঙ্গে জুবাল্যান্ড বাহিনীর সংঘর্ষ শুরু হয়। জুবাল্যান্ড বাহিনীর একজন কমান্ডার ইউসুফ আহমেদ বলেন, ‘আমাদের দুইজন সেনা নিহত হয়েছে এবং আক্রমণকারী পক্ষের তিনজনকে মৃত অবস্থায় দেখা গেছে।’

জুবাল্যান্ডের নিযুক্ত গভর্নর মোহাম্মদ হুসেন আল-কাদি দাবি করেন, এই আক্রমণ শুরু হয় জুবাল্যান্ডের সাবেক নিরাপত্তা মন্ত্রী আব্দিরশিদ হাসান আবদিনুরের আগমনের পর। বর্তমানে হাসান গোয়েন্দা প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন এবং সংঘর্ষ শুরুর কিছু আগে সামরিক হেলিকপ্টারে করে এলাকায় পৌঁছান। 

আল-কাদি আরো বলেন, ‘আমরা প্রশাসনিক ভবনগুলো থেকে ফেডারেল বাহিনীকে সরিয়ে দিয়েছি।’ স্থানীয় বাসিন্দারা জানান, শহরের কিছু এলাকায় এখনও গুলির শব্দ শোনা যাচ্ছে এবং ফেডারেল সেনারা একটি ঘাঁটিতে ফিরে গেছে।

এদিকে, সোমালিয়ার ফেডারেল সরকার জুবাল্যান্ডের আঞ্চলিক প্রেসিডেন্ট আহমেদ মাদোবেকে এই সংঘর্ষের জন্য দায়ী করেছে। সরকার এক বিবৃতিতে এই ঘটনাকে অপরাধমূলক কর্মকাণ্ড বলে অভিহিত করে অভিযোগ করে জানিয়েছে, মাদোবে অভিবাসন দপ্তরসহ সরকারি স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছেন।

ফেডারেল সরকার ও জুবাল্যান্ড প্রশাসনের মধ্যে সম্পর্ক দীর্ঘদিন ধরেই উত্তপ্ত। ২০২৩ সালে মাদোবে কেন্দ্রীয় সরকারের অনুমতি ছাড়াই আঞ্চলিক নির্বাচন আয়োজন করেন এবং বিতর্কিতভাবে তৃতীয় মেয়াদে বিজয়ী হন।

এরপর থেকেই কেন্দ্রীয় সরকার তার নেতৃত্বকে স্বীকৃতি দিতে অস্বীকার করছে।

সূত্র : নিউজ সেন্ট্রাল টিভি