Image description

সুদানের আধা সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) বিরুদ্ধে ৩০০ জনকে হত্যার অভিযোগ এনেছে দেশটির মানবাধিকার আইনজীবীদের একটি দল। দেশটির উত্তর করদোফান রাজ্যের বিভিন্ন গ্রামে হামলা চালিয়ে তাদের হত্যা করা হয়।

সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানা যায়, সুদানের পশ্চিমাঞ্চলে দেশটির সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে সংঘর্ষ চলছে। এর মধ্যে গত সোমবার রাতে ইমার্জেন্সি লইয়ার্স নামের সংগঠনটি এক বিবৃতিতে আরএসএফের বিরুদ্ধে ওই অভিযোগ করে।

সুদানে ২০২৩ সাল থেকে সামরিক দুই পক্ষের মধ্যে সংঘাত ও গৃহযুদ্ধ চলছে। দেশের কেন্দ্র ও পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণ ধরে রেখেছে দেশটির সেনাবাহিনী। আর  পশ্চিমাঞ্চলের, বিশেষ করে উত্তর করদোফান ও দারফুর অঞ্চল দখলে রাখতে চাচ্ছে আরএসএফ।