
ফিলিস্তিনের গাজায় পানি আনার জন্য অপেক্ষারতদের ওপর ইসরায়েলি হামলায় ৬ শিশুসহ ১০ জন নিহত হয়েছে। আজ রোববার গাজার মধ্যাঞ্চলে এই হামলা হয়। সেখানকার জরুরি পরিষেবা কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
হামলায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের মরদেহ নুসেইরাতের আল-আওদা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া আহত ১৬ জন সেখানে চিকিৎসাধীন। আহতদের মধ্য মধ্যে সাত শিশু রয়েছে বলে জানিয়েছেন একজন চিকিৎসক।
প্রত্যক্ষদর্শীরা বিবিসিকে জানান, আল-নুসেইরাত শরণার্থী শিবিরের কেন্দ্রে একটি পানির ট্যাংকারের পাশে খালি কনটেইনার নিয়ে লাইনে দাঁড়িয়েছিলেন অনেকে। এ সময় মানুষের ভিড় লক্ষ্য করে একটি ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।
গাজাজুড়ে বিমান হামলা বাড়িয়েছে ইসরায়েল। পানির জন্য দাঁড়িয়ে থাকাদের ওপর হামলার বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে কিছু জানা যায়নি।
অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিও ফুটেজে দেখা যায়, আতঙ্কিত মানুষের চিৎকারে সঙ্গে রক্তাক্ত শিশু ও মরদেহ পড়ে আছে। স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থল থেকে যানবাহন ও গাধার গাড়িতে করে আহতদের সেখান থেকে সরিয়ে নিচ্ছে।
Comments