
শনিবার দেশটির পূর্বাঞ্চলীয় কারেন রাজ্যের একটি সামরিক ঘাঁটিতে হামলা করে ন্যাশনাল লিবারেশন আর্মি (কেএনএলএ)। এ হামলার পর ৫০০’র বেশি বেসামরিক নাগরিক ও সেনা থাইল্যান্ডে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।
২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে। একদিকে গণতন্ত্রপন্থী প্রতিরোধ যোদ্ধা, অন্যদিকে বিভিন্ন জাতিগোষ্ঠীর সশস্ত্র বাহিনীর সঙ্গে লড়ছে সেনাবাহিনী। এরইমধ্যে দেশটির অধিকাংশ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহীরা।
এরই ধারাবাহিকতায় শনিবার দেশটির পূর্বাঞ্চলীয় কারেন রাজ্যের একটি সামরিক ঘাঁটিতে হামলা করে ন্যাশনাল লিবারেশন আর্মি (কেএনএলএ)। এ হামলার পর ৫০০’র বেশি বেসামরিক নাগরিক ও সেনা থাইল্যান্ডে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।
থাই সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, শনিবার দুপুর ৩টার দিকে কারেন ন্যাশনাল লিবারেশন আর্মি কারেন রাজ্যে মিয়ানমার সেনাবাহিনীর একটি ঘাঁটিতে আক্রমণ চালায়। এরপর ১০০ মিয়ানমার সেনা ও ৪৬৭ জন বেসামরিক মানুষ সীমান্ত অতিক্রম করে থাইল্যান্ডে প্রবেশ করেছে। তাদের নিরস্ত্র করে প্রাথমিক চিকিৎসা ও মানবিক সহায়তা দিয়েছে থাই সেনাবাহিনী ও পুলিশ।
Comments