
মাত্র এক রাতেই ইউক্রেনে ৭২৮টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে অস্ত্র পাঠাবেন বলে ঘোষণা দেওয়ার পরই গতকাল মঙ্গলবার রাতে এই হামলা চালায় রুশ বাহিনী। তবে এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা জানা যায়নি।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, এর আগে ইউক্রেনে নতুন করে অস্ত্র পাঠানোর ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রাম্প বলেন, ‘আমরা আরও কিছু অস্ত্র পাঠাতে যাচ্ছি। তারা (ইউক্রেন) খুবই তীব্রভাবে আক্রমণের শিকার হচ্ছে। তাই আমাদের আরও অস্ত্র পাঠাতে হবে।’
মার্কিন বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ইউক্রেনে অস্ত্রের কিছু চালান সাময়িকভাবে বন্ধ রেখেছিল আমেরিকা। নিজেদের অস্ত্রের মজুত কমে যাওয়ার কারণে কিছু ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের সরবরাহ সাময়িকভাবে বন্ধ রেখেছিল বলে জানা গেছে। তবে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বলছে, অস্ত্রের ‘সক্ষমতা পর্যালোচনা’ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এরপরই ইউক্রেনে বড় আকারের ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। তবে সম্প্রতি ইউক্রেনে এ ধরনের হামলা প্রায়ই চালাচ্ছে দেশটি। ড্রোন ছাড়াও বড় আকারের ক্ষেপণাস্ত্র হামলাও আসছে রুশ বাহিনীর পক্ষ থেকে।
এবারের হামলার পর ইউক্রেনের সামরিক বাহিনী জানায়, তারা প্রায় সবগুলো ড্রোন ভূপাতিত করেছে। কিন্তু ওই সময় ৬টি ক্ষেপণাস্ত্র দিয়ে যে হামলা চালানো হয়েছে, তাতে বেশ ক্ষতি হয়েছে। ইউক্রেনের রাষ্ট্রীয় টিভিতে এসব তথ্য জানান দেশটির বিমানবাহিনীর মুখপাত্র ইউরি ইহনাত।
Comments