
ইউক্রেনের রাজধানী কিয়েভে চলমান যুদ্ধের ইতিহাসে অন্যতম বৃহৎ বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় কৃষ্ণসাগরের বন্দরনগরী ওডেসা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে অন্তত তিনজন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। খবর আল-জাজিরার।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়া এক রাতে ৩১৫টি ড্রোন ও সাতটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তিনি এই আগ্রাসন বন্ধে এবং রাশিয়াকে শান্তিচুক্তিতে বাধ্য করতে মার্কিন যুক্তরাষ্ট্রকে ক্ষমতা প্রয়োগের আহ্বান জানিয়েছেন।
এদিকে, রাশিয়া সাম্প্রতিক এই হামলাগুলোকে ইউক্রেন কর্তৃক রুশ বিমানঘাঁটি এবং সেতুতে চালানো হামলার 'প্রতিশোধ' হিসেবে দাবি করছে। ইউক্রেনীয় বিমান বাহিনীর তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে রাশিয়া ইউক্রেনের বিভিন্ন স্থানে ১ হাজার ৪৫১টি ড্রোন এবং ৭৮টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে।
অন্যদিকে, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেন থেকে ড্রোন আক্রমণের আশঙ্কায় মস্কো, সেন্ট পিটার্সবার্গসহ ১৩টি শহরের বিমানবন্দর থেকে রাতভর সব ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। এই ঘটনা রাশিয়ার অভ্যন্তরেও ইউক্রেনের পাল্টা হামলার আশঙ্কার বিষয়টি তুলে ধরে।
Comments