Image description

ভারতের আসাম রাজ্যে এখন থেকে কোনো ব্যক্তিকে বিদেশি হিসেবে শনাক্ত করা হলেই তাকে বাংলাদেশে 'পুশ ইন' করা হবে এবং এক্ষেত্রে কোনো আইনি প্রক্রিয়ার প্রয়োজন হবে না বলে ঘোষণা দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সোমবার (৯ জুন) রাজ্য বিধানসভায় দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের বরাত দিয়ে এই ঘোষণা দেন তিনি।

মুখ্যমন্ত্রী শর্মা বিধানসভায় ২০২৪ সালের অক্টোবরে ভারতের সুপ্রিম কোর্টের দেওয়া একটি রায়ের প্রসঙ্গ উত্থাপন করেন। ওই রায়ে তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ রায় দিয়েছিলেন যে, ১৯৭১ সালের ২৪ মার্চের পর যারা আসামে এসেছেন, তারা ভারতের নাগরিকত্ব পাবেন না। আদালত আরও নির্দেশ দেন যে, ১৯৭১ সালের ২৪ মার্চের পর যারা আসামে প্রবেশ করেছেন, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না এবং তাদের অবশ্যই নিজ দেশে ফেরত পাঠাতে হবে।

হিমন্ত বিশ্ব শর্মা বলেন, "এখন থেকে এ রাজ্যে যাকেই বিদেশি হিসেবে পাওয়া যাবে, তাকেই বাংলাদেশে পুশ ইন করা হবে। এক্ষেত্রে কোনো আইনি প্রক্রিয়ার প্রয়োজন হবে না। রাজ্যের জেলা কালেক্টররা এটি করতে পারবেন। এ ক্ষেত্রে ১৯৫০ সালের একটি আইন ফিরিয়ে আনা হয়েছে।"

উল্লেখ্য, শর্মার এই বক্তব্যের পর বিধানসভায় তীব্র হট্টগোল শুরু হয়। বিরোধী দলের বিধায়করা এই পদক্ষেপের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন।