
পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার জন্য মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় সৌদি আরবের সকল মুসলমানের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। এই চাঁদ দেখার ওপরই নির্ভর করবে পবিত্র হজ এবং ঈদুল আজহার চূড়ান্ত তারিখ।
রোববার প্রকাশিত এক বিবৃতিতে সুপ্রিম কোর্ট জানিয়েছে, যারা খালি চোখে বা দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে চাঁদ দেখতে পাবেন, তাদের নিকটস্থ আদালতে গিয়ে সাক্ষ্য দিতে অনুরোধ করা হয়েছে। একইসঙ্গে, দেশজুড়ে গঠিত সরকারি চাঁদ দেখা কমিটিগুলোতে অংশগ্রহণের জন্য জনগণকে উৎসাহিত করা হয়েছে, যাতে এই গুরুত্বপূর্ণ ধর্মীয় প্রক্রিয়াটি সঠিকভাবে সম্পন্ন হয়।
প্রতি বছর জিলহজ মাসের ৮ তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত হজ অনুষ্ঠিত হয়। সৌদি আরবের ক্যালেন্ডার অনুযায়ী, চলতি বছর হজ ৪ জুন থেকে ৯ জুন পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে, যদি ২৭ মে সন্ধ্যায় চাঁদ দেখা না যায়, তাহলে জিলকদ মাস ৩০ দিনে পূর্ণ হবে এবং জিলহজ মাস শুরু হবে বৃহস্পতিবার, ২৯ মে থেকে। সেক্ষেত্রে ঈদুল আজহার তারিখ একদিন পিছিয়ে ৭ জুন (শনিবার) পালিত হবে এবং হজের দিন তারিখও একদিন পিছিয়ে যাবে।
Comments