Image description

ভারতের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, শান্তি প্রতিষ্ঠায় তার দেশ নয়া দিল্লির সঙ্গে কথা বলতে প্রস্তুত।

বৃহস্পতিবার পাঞ্জাব প্রদেশে কামরা বিমানঘাঁটি সফর করতে গিয়ে তিনি এ মন্তব্য করেন বলে পাকিস্তানি সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া।

“শান্তির জন্য আমরা তাদের (ভারত) সঙ্গে কথা বলতে প্রস্তুত,” বলেছেন তিনি। শেহবাজ আরও বলেন, শান্তি প্রতিষ্ঠার শর্তগুলোর মধ্যে কাশ্মীর ইস্যুও রয়েছে।

একইদিন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে ফোনে কথা বলেছেন।

এটাই তালেবান সরকারের সঙ্গে ভারতের কোনো মন্ত্রীর প্রথম কোনো আনুষ্ঠানিক ফোনালাপ, বলছে এনডিটিভি।

ভারত এখনও তালেবান সরকারকে স্বীকৃতি না দিলেও সাম্প্রতিক বছরগুলোতে উভয় পক্ষের মধ্যে নানা পর্যায়ে যোগাযোগ দেখা গেছে।

এপ্রিলে কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলায় ২৬ জন নিহতের ঘটনায় তালেবান সরকার কড়া নিন্দা জানিয়েছিল।