Image description

ভারতের সঙ্গে চলতি মাসের শুরুতে সৃষ্ট উত্তেজনার মধ্যে পাকিস্তান আবারও একটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে। এবার দেশটির দাবি, কাশ্মিরের আকাশে ভারতীয় বিমান বাহিনীর একটি মিরাজ ২০০০ ফাইটার জেট গুলি করে নামিয়েছে পাকিস্তানের বিমান বাহিনী। এ নিয়ে ছয়টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার কথা জানাল ইসলামাবাদ।

বৃহস্পতিবার রাতে পাকিস্তানি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ নিজেই এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রতিবেদনে বলা হয়, ৬ থেকে ৭ মে রাতের দিকে কাশ্মিরের পামপুর এলাকায় ভারতীয় বিমান বাহিনীর মিরাজ ২০০০ যুদ্ধবিমানটি ভূপাতিত করা হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ। তিনি বলেন, ‘এই ঘটনা প্রমাণ করে, আমাদের বিমান বাহিনী অসাধারণ দক্ষতা ও দৃঢ় সংকল্প নিয়ে দেশের আকাশসীমা রক্ষায় অটল রয়েছে।’

ওইদিন কামরায় পাকিস্তান বিমান বাহিনীর একটি অপারেশনাল ঘাঁটি পরিদর্শনে গিয়ে শেহবাজ শরিফ পাইলট, প্রকৌশলী ও প্রযুক্তিবিদদের সঙ্গে সাক্ষাৎ করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর দেওয়া বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী তাদের পেশাদারিত্ব ও নিখুঁত কার্যক্ষমতার ভূয়সী প্রশংসা করেন।

শেহবাজ শরিফ বলেন, ‘ভারতের উসকানির পরও পাকিস্তানের সশস্ত্র বাহিনী সংযম ও কৌশলগত দূরদর্শিতার পরিচয় দিয়েছে। তাদের নিখুঁত ও সময়োপযোগী জবাবে শত্রুর সামরিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রমাণিত হয়েছে, দেশের সার্বভৌমত্ব রক্ষায় পাকিস্তান কখনও পিছপা হবে না।’