Image description

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বলেছেন, বর্তমান পরিস্থিতিতে উত্তেজনা বাড়ানোর কোনো অভিপ্রায় ভারতের নেই। কিন্তু পাকিস্তান যদি তা করে, তবে ভারত দৃঢ় প্রতিশোধ নিতে প্রস্তুত। আজ বুধবার বিভিন্ন দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের এ কথা জানিয়েছেন তিনি। আমেরিকা, যুক্তরাজ্য, সৌদি আরব ও জাপানের নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে টেলিফোন কথোপকথনে এ কথা জানান তিনি। 

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, পাকিস্তান ও তাদের অধিকৃত কাশ্মীরে হামলা এবং পাকিস্তানের পাল্টা হামলার পর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এ কথা জানান। তিনি রাশিয়া ও ফ্রান্সের সঙ্গেও যোগাযোগ করেছেন। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, যুক্তরাজ্যের জোনাথন পাওয়েল, সৌদি আরবের মুসাইদ আল আইবান, সংযুক্ত আরব আমিরাতের এইচ শেখ তাহনুন, জাপানের মাসাতাক ওকানো, রাশিয়ার সের্গেই শুইগু সঙ্গে কথা বলেছেন তিনি।

জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের ৯টি স্থানে ২৪টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক বাড়িঘর, ভেঙে গেছে মসজিদ। ভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে তিনটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।

ভারত বলছে, ৭০ সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে। তবে পাকিস্তানের ভাষ্য, হামলায় অন্তত ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এদিকে ভারতের কাশ্মীরেও ১৫ জন নিহতের তথ্য পাওয়া গেছে।