Image description

শুধু পানি নয়, আশঙ্কার একরাশ ঘন কুয়াশাও যেন ঘিরে ফেলেছে ভেনিসকে। ভাসমান এই নগরী শিল্প-সংস্কৃতির এক জীবন্ত জাদুঘর। কিন্তু সেই শহর এখন বিজ্ঞানীদের আশঙ্কার চেয়েও দ্রুত ডুবে যাচ্ছে। দিনের পর দিন সেন্ট মার্ক স্কয়ারে জমে থাকা পানিতে শুধু ভেনিসের গগনচুম্বী গম্বুজই প্রতিফলিত হচ্ছে না, বরং দেখা যাচ্ছে অপেক্ষমাণ এক বিপন্ন ভবিষ্যৎও।

বিজ্ঞানীরা বহু বছর ধরেই সতর্কবার্তা দিচ্ছিলেন ‘ডুবছে ভেনিস’। কিন্তু সাম্প্রতিক গবেষণা জানাচ্ছে, বাস্তবতা তাদের আশঙ্কার চেয়েও ভয়ংকর। শহরটি প্রতিবছর গড়ে দুই মিলিমিটার করে দেবে যাচ্ছে। সেই সঙ্গে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে প্রায় একই হারে। ফলে ডুবে যাচ্ছে ভেনিস, বিলীন হচ্ছে ইতিহাস।

ইতালির সরকার কয়েক বছর আগে সমুদ্রের উঁচু জোয়ার কিংবা জলোচ্ছ্বাস থেকে ভেনিসকে বাঁচাতে ‘মোসে’ নামে একটি আধুনিক পানিরোধী বাঁধ চালু করেছিল। কিন্তু জলবায়ু পরিবর্তনের তীব্রতায় এখন এমন বড় জোয়ার প্রায়ই আসছে। ফলে প্রযুক্তি আর প্রকৃতির এই লড়াইয়ে জিতে যাচ্ছে সমুদ্রই।