Image description

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ছয় মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলের বর্বর হামলায় নিহত মানুষের সংখ্যা পৌনে ৩৪ হাজার ছাড়িয়েছে। একইসময়ে আহত হয়েছেন প্রায় সাড়ে ৭৬ হাজার ফিলিস্তিনি।

গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ইসরায়েলের নজিরবিহীন হামলা চালায়। হামাসের যোদ্ধাদের আক্রমণে ১২০০ জন নিহত হয় ও তারা ২৫৩ জনকে ধরে গাজায় নিয়ে জিম্মি করে বলে ভাষ্য ইসরায়েলের।

বিজ্ঞাপন

অক্টোবরের ওই দিন থেকেই গাজায় ব্যাপক হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। তারা হামাসের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা করে ফিলিস্তিনি গোষ্ঠীটিকে নির্মূল করার প্রত্যয় জানায়। সবদিক থেকে গাজা অবরোধ করে ভূখণ্ডটির বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ করে দেয়।

তারপর থেকে গত ছয় মাসেরও বেশি সময় ধরে ইসরায়েলির বাহিনীর স্থল, আকাশ ও নৌ হামলায় ফিলিস্তিনি ছিটমহল গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ঘরবাড়ি হারিয়ে গাজার ২৩ লাখ বাসিন্দার প্রায় সবাই উদ্বাস্তু হয়ে গেছে।

সোমবার পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ৩৩ হাজার ৭৯৭ জন বলে নিশ্চিত করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য কর্তৃপক্ষ। আহত হয়েছে আরও ৪৬৫ জন।

মানবকণ্ঠ/এআই