Image description

রাজধানী কাবুলসহ অন্যান্য প্রদেশে মেয়েদের রূপচর্চা কেন্দ্র বন্ধের নির্দেশ দিয়েছে আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান।
 
এ ব্যাপারে একটি মৌখিক ডিক্রি জারির কথা জানিয়েছেন তালেবান সরকারের নীতি ও নৈতিকতা মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আকিফ মাজহার। স্থানীয় সংবাদমাধ্যম টোলো নিউজকে সোমবার তিনি বলেছেন, কাবুল মিউনিসিপ্যালকে নতুন ডিক্রি কার্যকর এবং নারীদের রূপচর্চা কেন্দ্রের লাইসেন্স বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে।
 
তালেবান সরকারের এই নির্দেশনার প্রতিক্রিয়ায় ক্ষুব্ধ আফগান নারীরা। মেকাপ আর্টিস্ট রাইহান মুবারিজ টোলো নিউজকে বলেছেন, ‘পুরুষদের চাকরি নেই। যখন তারা পরিবারের দায়িত্ব নিতে পারছে না, তখন নারীরা বাধ্য হয়ে এ কাজ করছে শুধু এক টুকরো রুটির জন্য। যদি এখানেও তাদের নিষিদ্ধ করা হয়, আমরা আর কী করতে পারব?’
 
মেয়েদের শিক্ষাপ্রতিষ্ঠান ও বেসরকারি সংস্থায় নিষিদ্ধের পর এখন রূপচর্চা কেন্দ্রগুলোও বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে হার্ডলাইনার তালেবান। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে হটিয়ে পুনরায় ক্ষমতা দখলের পরই রূপচর্চা কেন্দ্রগুলোর সামনে থাকা ছবিগুলো মুছে ফেলা শুরু করে তালেবান। এবার এসব কেন্দ্র বন্ধ করারই নির্দেশ দিল তারা।